Touted as one of the sweetest couples in showbiz, FS Nayeem and Nadia celebrated nine wonderful years of marriage on January 14..
সাদিয়া ইসলাম মৌ
সাদিয়া ইসলাম মৌ | |
---|---|
জন্ম | সাদিয়া ইসলাম মৌ () ২১ জুন ১৯৭৬ (বয়স৪৮)[১] |
জাতীয়তা | বাংলাদেশী |
পেশা |
|
কর্মজীবন | ১৯৮৯ - বর্তমান |
দাম্পত্য সঙ্গী | জাহিদ হাসান (বি.১৯৯৭) |
সাদিয়া ইসলাম মৌ (জন্ম ২১ জুন ১৯৭৬) হলেন বাংলাদেশের একজন মডেল এবং নৃত্যশিল্পী।[২] তার প্রথম মডেল কর্মজীবন শুরু হয় ১৯৮৯ সালে।[৩] তিনি বেশ কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন।
প্রাথমিক জীবন
[সম্পাদনা]মৌ ১৯৭৬ সালের ২১শে জুন জন্মগ্রহণ করেন।[১][৪] মৌ এর মা রাশা ইসলাম ছিলেন বাংলাদেশের স্টিল অ্যাড মডেলিং-এর পথিকৃৎ এবং বাংলাদেশের প্রথম মডেল ও নৃত্যশিল্পী।[৫] সাড়ে তিন বছর বয়সে মৌ যখন স্কুলে ভর্তি হলেন, তখনই তাকে নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলেন তার মা। তার নানা আজফার হাসান মাহমুদ ছিলেন শান্তিনিকেতনের শিক্ষার্থী এবং রবীন্দ্রনাথের ছাত্র। তার মা তাকে জোর করে বুলবুল ললিতকলা একাডেমিতে ভর্তি করান। তার গুরু ছিলেন রাহিজা খানম ঝুনু এবং কবিরুল ইসলাম রতন।[৬]